Title
২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে উপজেলা পরিষদের অভ্যন্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Details
বিজয়নগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালন করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে উপজেলা পরিষদের অভ্যন্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে একে একে আরো শত শত মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। পরবর্তীতে ভোর থেকে শহীদ মিনারে জনতার ঢল নামে। সকলের ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনার ভরে উঠে ফুলে ফুলে। রফিক, জব্বার, বরকত, সালাম সহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের মহান কাহিনী ধ্বনিত প্রতিধ্বনিত হয় সকলের মুখে মুখে।
সকাল ১১.০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচ্য দিবসটির তাৎপর্য ও প্রতিপাদ্য তুলে ধরার জন্য অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ যোহর ও বাদ আসর উপজেলার সকল মসজিদে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়।