৪/১১/২০২১খ্রি. গত পরশুদিন এর হিসাব মতে বিজয়নগর উপজেলায় জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিলো ১৯৮ জন (প্রাক্তন উপজেলা কমান্ডারের দেয়া তথ্যমতে)। আজ তার মধ্যে থেকে একজন জনাব মো: বজলুর রহমান বিদায় নিলেন এই ইহলোক থেকে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব মো: বজলুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা হয়। তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়া হয় এবং জানাজায় ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয়।
মহান রব্বুল আলামীন তাকে বেহেশ্তের সর্বোচ্চ মোকামে কবুল করেন এই দোয়া করি।