বিজয়নগর উপজেলার সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব মাননীয় জাতীয় সংসদ সদস্য যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয় আজ ২৮/১০/২০২১ খ্রি. তারিখে বিজয়নগর উপজেলায় দিনব্যাপী নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সর্বপ্রথম তিনি চান্দুরা ইউনিয়ন পরিষদ এ চলমান গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপরে তিনি হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। সেখান থেকে তিনি উপজেলা পরিষদে এসে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ কাজের উদ্বোধন করেন এবং সরকার কর্তৃক প্রদত্ত কমবাইন্ড হার্ভেস্টার এর চাবি তাদের মালিকদের বুঝিয়ে দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS