Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একজন কৃষক। একজন উদ্যোক্তা। একজন মাটির মানুষ .....................
বিস্তারিত
বিশ্বনাথ সাহা।
একজন কৃষক। একজন উদ্যোক্তা। একজন মাটির মানুষ।
তিনি মাটি থেকে সোনা ফলাতে জানেন। তারচেয়ে বড় পরিচয়, তিনি সমাজের হতাশাগ্রস্ত বেকার তরুণ যুবকদের জন্য একজন পথ প্রদর্শক।
বিগত কয়েকবছর ধরেই সাম্মাম ফলের চাষ করছেন তিনি। প্রথমে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়া লাগলেও আস্তে আস্তে গুছিয়ে নিয়েছেন নিজেকে। কঠিন অধ্যাবসায় দিয়ে জয় করেছেন হাজার বাঁধা বিপত্তি। এ বছর একটি ৮ শতাংশের জায়গায় এই ফলের চাষ করেছেন। গত দুই মাসের কায়িক পরিশ্রম আর ১০,০০০/- টাকা বিনিয়োগে তিনি ৪০-৫০ হাজার টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।
পাশেই একটি জমিতে করেছেন সিডলেস লেবু, সাম্মাম, গ্রীষ্মকালীন টমেটোর চাষ। জমির আইলে করেছেন রেডলেডি জাতের পেঁপের গাছ। কেমন সাফল্য পাচ্ছেন জানতে চাইলে শিশুসুলভ হাসি দিয়ে বলেন, বিনিয়োগের টাকা উঠে এসেছে। বাকিটুকু বিক্রি করতে পারলে যা পাবেন সবটাই লাভ। হিসেব দিলেন এক-চতুর্থাংশ ফসল বিক্রি করেই তার বিনিয়োগের টাকা উঠে এসেছে। বাকি তিন-চতুর্থাংশ বিক্রির টাকা তার মুনাফা।
উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আমন্ত্রণেই মূলত বিশ্বনাথ সাহার উদ্যোগটি দেখতে যাওয়া হয়েছিল। তারা জানালেন এখানে বিষাক্ত কোনো কেমিক্যাল ব্যবহার না করে প্রাকৃতিক টোপ ব্যবহার করে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করা হয়েছে তাই ফসল গুলো শতভাগ বিষমুক্ত এবং দেহের জন্য অত্যন্ত নিরাপদ।
আমরা যারা চাকরির জন্য হাহাকার করছি তারা এমন উদ্যোগগুলো অনুসরণ করতে পারি। এখন জেলা, উপজেলা পর্যায়ে কৃষি কাজে ঋণ প্রদান, সার বিতরণ থেকে শুরু করে নানামুখী প্রণোদনা দেয়া হচ্ছে। নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেয়ার এই সুবর্ণ সুযোগ আসুন সবাই কাজে লাগাই। সারাদেশে এমন অসংখ্য উদ্যোক্তা সৃষ্টি হোক। বাংলাদেশ হোক ফসল ও ফল উৎপাদন শতভাগ স্বয়ংসম্পূর্ণ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/09/2021
আর্কাইভ তারিখ
27/04/2022