নির্মাণাধীন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চম্পকনগর ইউনিয়নে অবস্থিত। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৪ জুন ২০১১ খ্রি: অস্থায়ী ভাবে চম্পকনগর ইউনিয়ন পরিষদের ভবনে বহির বিভাগ কার্যক্রম শুরু হয়।
২০১৫ খ্রি: ৫০ শয্যা বিশিষ্ট ০৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। যা ২০১৫-১৬ অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে স্বাস্থ্যকমপ্লেক্সের ভবনের কাজ চলমান রয়েছে।
এখানে প্রতিদিন বহির বিভাগে মেডিকেল অফিসারগণের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তাছাড়া মা ও শিশুদের জীবন রক্ষাকারী বেকসিন স্বাস্থ্যকমপ্লেক্সের মধ্যে সংরক্ষণ করে মাঠ পর্যায়ে কোলসিনের মাধ্যমে সরবরাহ করা হয়। এছাড়াও বিজয়নগর উপজেলায় ২৭ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস