শ্রদ্ধেয় বিজয়নগরবাসী, আস সালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে, করোনা ভাইরাস আক্রান্ত (কোভিড - ১৯) রোগটি পুরো পৃথিবী জুড়েই তার তাণ্ডবলীলা চালিয়েছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সদাশয় সরকারের কঠোর বিধি নিষেধ এবং সঠিক দিক নির্দেশনার কারণে আমরা আস্তে আস্তে এই ভয়ানক রোগটি থেকে ক্রমশ মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসকে প্রতিহত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো টিকা গ্রহণ করা। আপনারা জেনে আনন্দিত হবেন, আগামীকাল অর্থাৎ ২৮/০৯/২০২১ খ্রি. তারিখে সারাদেশ ব্যাপী টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে আমাদের বিজয়নগর উপজেলায় ১৫,০০০ টিকা প্রদান করা হবে। অনেক দেশে যেখানে মানুষজন টিকা ঠিকমতো পাচ্ছে না সেই তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী বিনা খরচে পুরো বাংলাদেশের জনগণকে টিকা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সরকারের এই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন আমরা টিকাকেন্দ্রে যাবো এবং টিকা গ্রহণ করবো। আমি জানি উপজেলা নির্বাহী অফিসার এর এই ফেসবুক অ্যাকাউন্ট এর অনেকেই এখনও টিকা নেন নি। আপনারা সবাই আগামীকাল টিকা গ্রহণ করুন এবং আপনাদের পরিবারের যাদের এখনো টিকা নেয়া বাকি আছে তাদের জানান। আপনার পাড়া প্রতিবেশীদের জানান। মনে রাখবেন, করোনা ভাইরাস প্রতিহত করতে হলে আপনার নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি আপনার আশেপাশের মানুষকেও সুরক্ষিত করতে হবে। কেবলমাত্র তবেই আমরা করোনা ভাইরাস মুক্ত একটি পৃথিবী ফিরে পাবো। কারিগরী জটিলতার জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে সাময়িক সমস্যা হতে পারে। তবে আপনারা আগামীকাল রেজিস্ট্রেশন করেও টিকা কার্ড নিয়ে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারেন। ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি উদ্যোক্তাদের সর্বাত্মক নির্দেশনা দেয়া আছে আপনাদের সহযোগিতা করার জন্য। আসুন টিকা নিয়ে সুরক্ষিত থাকি। সুরক্ষিত রাখি। এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী অফিসার বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস