এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় ১৬ জন স্বাভাবিক চলাচলে অক্ষম শিশু এবং পূর্ণ বয়স্ক মানুষকে হুইল চেয়ার বিতরণ
বিস্তারিত
শারীরিকভাবে স্বাভাবিক চলাচলে অক্ষম একজন শিশুকে নিয়ে একজন বাবা মা কি পরিমাণ কষ্ট করে থাকেন তা কাছ থেকে না দেখলে কারো পক্ষে অনুধাবন করা অত্যন্ত কঠিন। আবার কিছু কিছু বয়োবৃদ্ধ ব্যক্তিবর্গ আছেন যারা স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন। এদের চলাচলের জন্য, স্বাভাবিক জীবনের কিছুটা রং তাদের জীবনে মেশানোর জন্য হুইল চেয়ার একটি সুন্দর ব্যবস্থা। হুইল চেয়ার হয়তো তাদের স্বাভাবিক চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না, কিন্তু বাসায় জড় পদার্থের মতো না থেকে তারা পরিবারের সহায়তায় সহজেই হুইল চেয়ার ব্যবহার করে পৃথিবীটাকে আরেকটু মনের চোখ খুলে দেখতে পারেন।
আজ ২৫ অক্টোবর ২০২১ খ্রি. তারিখে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় ১৬ জন স্বাভাবিক চলাচলে অক্ষম শিশু এবং পূর্ণ বয়স্ক মানুষকে হুইল চেয়ার বিতরণ করা হয়। চান্দুরা ইউনিয়ন পরিষদের এই সময় উপযোগী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। বিজয়নগর উপজেলার বাকি ইউনিয়ন পরিষদগুলো এই উদ্যোগ অনুসরণ করলে হয়তো কিছু মানুষ তাদের বিষিয়ে যাওয়া জীবনটায় কিছুটা আলোকচ্ছটা ফিরে পাবে।