দর্শনীয় স্থানঃ ১। তোফায়েল মোহাম্মদ (মেজর)স্মৃতিসৌধ: ১০ নং পাহাড়পুর ইউনিয়নের অর্ন্তগত ৯নং ওয়ার্ডে লক্ষীপুর গ্রাম, সেখানে ই পি আর বাহিনীর মেজর তোফায়েল মোহাম্মদ ও জমাদার আজম শত্রু কবলিত সেদিনের স্বদেশভূমি পুণরদখলের যে বীরত্ব দেখিয়েছিলেন সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তার স্মৃতিসৌধ নিমাণ করা হয়। যোগাযোগ হরষপুর দেওয়ান বাজার হইতে খাটিংগা প্রাইমারী স্কুল থেকে পূর্ব দিকে লক্ষীপুর বিজিবি রোড দিয়ে ধোরানাল প্রাইমারী স্কুল, তারপর পায়ে হেটে প্রায় ১৫ মিনিট লক্ষীপুর উত্তর পাড়া ভারত সীমান্তে অবস্থিত। এই স্মৃতিসৌধের নামেই তোফায়েল নগর বাজারের নাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহরের প্রধান সড়ক টি,এ রোডটির নাম করণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস